নানিয়ারচর প্রতিনিধিঃ-
জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরন ও বাস্তবায়নের লক্ষে রাঙামাটির নানিয়ারচরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফজলুর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা ভোক্তা অধিকার কর্মকর্তা মিল্টন বড়ুয়া ও বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিল।
এসময় স্থানীয় ব্যাবসায়ীদের মাঝে জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ অবহিতকরা ও এর বাস্তবায়ন সম্পর্কে বিশদ আলোচনা করা করা হয়।