নানিয়ারচর প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সমন্বয় ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, নানিয়ারচর জোন সুদক্ষ দশের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনু মিয়া, চার ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা’সহ আইন-শৃঙ্খলা ও উপজেলা সমন্বয় কমিটির সদস্যরা উপস্থিত ছিল।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের মাসিক অগ্রগতি সহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস ও মাদক প্রতিরোধ, সড়ক আইন মানা, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন বক্তারা।