নানিয়ারচর প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচর উপজেলাতে এক দিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ মেলা সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০.০০টায় উপজেলা পরিষদ মাঠে, উপজেলার বিভিন্ন দপ্তর, কলেজ, বিভিন্ন এনজিও সংস্থার অংশগ্রহণে মেলা অনুষ্ঠিত হয়।
মেলা পরবর্তী, উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, বিসিএস আই আর এর চিফ সাইন্টিফিক জন লিটন মুন্সী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।