নানিয়ারচর প্রতিনিধি:-
রাঙামাটির নানিয়ারচর-বগাছড়ি ১০ কিলোমিটার সড়ক ও চেঙ্গী নদীর উপর ৫০০ মিটার সেতু ও সেতুর উভয়ই প্রান্তে ২ কিলোমিটার রাস্তা নির্মাণ প্রকল্পের, বাজার ফান্ড ও মৌজার জমি এবং অবকাঠামো অধিকরণ করা হয়। যার পাঁচ বছরের অধিক সময় অতিক্রম করার পরও ক্ষতিগ্রস্ত পরিবারের অনেককেই ক্ষতিপূরণ না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
আজ (রবিবার) ১৫ জানুয়ারি দুপুরে সেতুর সামনে এই মানববন্ধন করা হয়। এসময় মানববন্ধনে উপস্থিত হয়, মোঃ-জাকির হোসেন, সুচিত্র চাকমা, সিরাজুল ইসলামসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নানিয়ারচরে সেতু হওয়াতে আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ, আমাদের এখানে বহুল পরিবর্তন এসেছে, অনেকেই ক্ষতিপূরণের টাকা পেয়েছে কিন্তু আমরা মোট ৬৬ জন ক্ষতিপূরনের টাকা এখনো পাইনি। জেলা প্রশাসকের কার্যালয়ে গেলে আমাদের বার বার তারিখ দেয়া হচ্ছে, আমরা অতিবিলম্বে আমাদের ক্ষতিপূরনের টাকা গুলো পাওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।