//নানিয়ারচর প্রতিনিধি //
রাঙামাটির নানিয়ারচরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে উপজেলা পর্যায়ে ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন উপলক্ষে এক প্রস্তিতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে, মঙ্গলবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃফজলুর রহমান ।
সকাল প্রায় ১১ টায় অনুষ্ঠিত সভায় এই বিজ্ঞান মেলা সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রাক্টর সারোয়ার কামাল’সহ বিভিন্ন স্কুল কলেজ ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিল।
এতে আগামী ১২ ডিসেম্বর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।