নিজস্ব প্রতিনিধিঃ-
জাতীয় সমবায় দিবস আজ। রীতি অনুযায়ী প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়। সে অনুযায়ী ঞ ৫১তম জাতীয় সমবায় দিবস। দিবসের এ বছরের প্রতিপাদ্য- ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।
দিবসটি উপলক্ষ্যে, উপজেলা সমবায় অফিসের উদ্যোগে, আনন্দ র্যালী, ক্রীড়া প্রতিযোগিতা, কবিতা আবৃতি, সংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলুর রহমান এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুরজামাল হাওলাদার, ওসি সুজন হালদার’সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
উল্লেখ্য, দেশে সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রতি বছরের ন্যায় এবারও দেশব্যাপী সরকার-সমবায় সম্মিলিত উদ্যোগে আড়ম্বরপূর্ণভাবে দিবসটি পালিত হচ্ছে।