নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:-
নানিয়ারচরে দুটি ‘শান্তি সমাবেশ’ কর্মসূচির পালন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগ। শনিবার বেলা তিনটায় নানিয়ারচর উপজেলা সদর ও বুড়িঘাটে আওয়ামীলীগ এ নেতারা উপস্থিত থেকে শান্তি সমাবেশ ও পদযাত্রা পালন করেছে।
এই সমাবেশে আওয়ামী লীগের উপজেলার দলীয় কার্যালয়ের সামনে থেকে সমাবেশ শুরু হয়ে পদযাত্রার মাধ্যমে নানিয়ারচর চুনিলাল সেতুতে শেষ হয়। অপর পদযাত্রাটি বুড়িঘাট বাজার থেকে শুরু হয়ে বুড়িঘাট আওয়ামীলীগ দলীয় কার্যলয়ে পদযাত্রার সমাপ্তি হয়।
পদযাত্রায় আওয়ামী লীগে নেতৃবৃন্দরা বলেন, বিএনপিকে রাজপথে কর্তৃত্ব করতে দেওয়া হবে না। ফলে যেখানে তারা সমাবেশ বা পদযাত্রা করবে, আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে সেখানে হাজির হবে। তবে বিএনপির সঙ্গে সংঘাতে না যাওয়ার বিষয়ে দলের নির্দেশনা আছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার জানান, বিএনপির যেকোনো কর্মসূচির পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকার বিষয়ে তাদের নির্দেশনা আছে। এ জন্য বিএনপি পদযাত্রা কর্মসূচি ঘোষণার পর আজ শনিবার নানিয়ারচরে দুটি শান্তি সমাবেশের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।
এসময় উপজেলা সদরে সাধারণ সম্পাদক ইলিপন চাকমা ও প্রিয়তোশ ও অন্যান্য নেতৃবৃন্দরা এবং বুড়িঘাট শান্তি সমাবেশ পদযাত্রায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট মামুন ভূইঁয়া,মো: ডাবলুর রহমান সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।