নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:-
নানিয়ারচর উপজেলাধীন ০৪ নং ঘিলাছড়ি ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড জুরাছড়ি বেনুবন অরণ্য কুটিরে ২য় শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব-২০২২ অনুষ্ঠান বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপায়ন চাকমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা। প্রধান ভান্তে হিসেবে উপস্থিত ছিলেন জিনোবোধি মহাথের অধ্যক্ষ বোধিপুর বন বিহার সাপছড়ি, রাঙ্গামাটি।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাবা বাসন্তি চাকমা প্যানেল চেয়ারম্যান ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ, জরাছড়ি বেনুবন অরণ্য কুটিরের অধ্যক্ষ পন্থক মহাস্হবির ভান্তে, নিমন্ত্রিত ভান্তে ও বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকাবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আনুমানিক (৪০০০-৫০০০) জন। উক্ত অনুষ্ঠানে মানবজাতির মঙ্গল ও শান্তি কামনা করে প্রার্থনা করা হয়েছে।
পরে প্রধান অতিথি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান জনাব নিখিল কুমার চাকমা উক্ত অনুষ্ঠানে শেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়ক হতে কৃষ্ণমাছাড়া পর্যন্ত রাস্তার ভিক্তি স্হাপন করেন।