নিজস্ব প্রতিনিধি:-
আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলার ১৪ টি কৃষক সমিতির সদস্যদের হাতে ১৪ টি পাওয়ার টিলার, চারটি পাওয়ার পাম্প এবং তিনটি ঘাস কাটা মেশিন হস্তান্তর করা হয়।
বিতরণ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফজলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, অফিসার ইনচার্জ সুজন হালদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মেজবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার নূয়েন ক্ষীসা’সহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকগণ।