নানিয়ারচর প্রতিনিধিঃ-
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিঃ) সৈয়দা সাদিয়া নূরীয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, জোন প্রতিনিধি, থানা প্রতিনিধি, স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিনিধি মেডিকেল অফিসার,ইউপি প্যানেল চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিল।
আলোচনায় বক্তারা উপজেলা সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।