নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:-
সোমবার সকালে নানিয়ারচর উপজেলা সদর বাজারস্থ এলাকায় মো: নুরুজ্জামান হাওলাদার এর সভাপতিত্বে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও ১০ দফা বাস্তবায়নের দাবী”তে ১৬ জানুয়ারি ২০২৩ (সোমবার) কেন্দ্রীয় কর্মসূচি”র অংশ হিসেবে সারাদেশের ন্যায় উপজেলা বিএনপি” ও সহযোগী অংঙ্গসংগঠনের আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সভায় নেতারা বলেন সরকার বিদ্যুৎ খাতে দুর্নীতি, ভুল নীতি, অপচয়, অদক্ষতা দূর না করে পুনরায় বিদ্যুতের দাম বাড়াচ্ছে। এই মূল্যবৃদ্ধি জনজীবনে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দেবে” বিএনপির দেওয়া ১০ দফা বাস্তবায়ন সহ বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত”কে বাতিলের জোর দাবি জানান নেতারা।
এতে উপজেলার নেতাকর্মীরা দশ দফা দাবি উত্থাপন করে হঠাৎ সারাদেশে বিদ্যুৎ বিল বাড়ানো ও বর্তমান সরকার বিএনপির উপর সারাদেশে নেতাকর্মীদের মামলা হামলা,বন্ধ করতে আহবান করেন।এছাড়া তত্বাবধয়ক সরকারের মাধ্যমে সুষ্ঠ- নির্বাচন করা, জনগনকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দেওয়ার আহবান জানিয়েছেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো: কবির হোসেন,মহিলা দলের সভাপতি বিলকিস বেগম সহ,যুবদল,ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দরা বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে সরকারি এক প্রজ্ঞাপনে বলা হয় গ্রাহক পর্যায়ে বিদ্যুৎতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার,নতুন এই দর চলতি জানুয়ারি মাস ২০২৩ থেকেই কার্যকর হবে।