নিজস্ব প্রতিনিধি:-
১৪ জানুয়ারি সকাল ১১.৩০ ঘটিকার সময় নানিয়ারচর জোন কর্তৃক জুরাপ্পাপাড়া আর্মি ক্যাম্প এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় জুরাপ্পাপাড়া এলাকার গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
জোন কমান্ডার জানান, নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় ক্ষুদ্র-নৃ জনগোষ্ঠীসহ সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন এবং যেকোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।