নানিয়ারচর প্রতিনিধিঃ-
নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে ১২নং টিলা মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১লা জানুয়ারি) রাতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মদিনাতুল উলুম মাদ্রাসার পরিচালক ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হজরত মাওলানা ক্বারী ইমাম হোসাইন জিহাদি (কুয়াকাটা)।
এতে বিশেষ বক্তা হিসেবে মাওলানা মোঃ নূরুল ইসলাম (মোমিনপুরি), হাফেজ মাওলানা মুফতি আব্দুর রহমান ও মাওলানা মোঃ ইউনূস ইসলামি বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।
এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জার ভুইয়া, মুক্তিযোদ্ধা ময়নূল হক, মসজিদ কমিটির সভাপতি মোঃ শাহিন আলম, মাহফিল আয়োজক কমিটির সভাপতি একেএম ইসরাইলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুস্ললিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান বক্তা ক্বারী ইমাম হোসাইন বলেন, ধর্মীয় শিক্ষা, ধর্য, সততা, ইবাদাত ও নেক আমলের মাধ্যমে সকলে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া যাবে। সুতারং অন্যায়, দুর্নীতি, মাদকসহ খারাপ কাজসমূহ থেকে দূরে থাকতে হবে।