নানিয়ারচর প্রতিনিধিঃ-
প্রশিক্ষিত যুবক, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ, এই স্লোগানে রাঙামাটির নানিয়ারচরে যূব দিবস পালিত হয়েছে।
১ নভেম্বর (মঙ্গলবার)সকালে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা করে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
সকালে নানিয়ারচর উপজেলা পরিষদের মাঠ হতে নানিয়ারচর থানা প্রদক্ষিণ করে একটি শোভাযাত্রা নানিয়ারচর উপজেলা পরিষদের মিলয়ায়তন কক্ষে মিলিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ- ফজলুর রহমানের সভপতিত্বে নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ নুর জামাল হাওলাদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ- নূয়েন খীসা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ-আজিজুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন যুব সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিল।
এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা বলেন, হতাশা আর সঠিক চিন্তা ভাবনার অভাবে যুব সমাজ পিছিয়ে পড়ে। সঠিক চিন্তা ভাবনা ও সঠিক সিদ্ধান্ত নিয়ে নিজেকে আত্বনির্ভরশীল করে সফলতা অর্জন করতে হবে।
আলোচনা সভা শেষে যুবঋণ বিতরণ করা হয় যুবকদের মাঝে।এতে সাতজনকে ৩ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়।