বিশেষ প্রতিনিধিঃ-
রাঙামাটির নানিয়ারচরে শিক্ষার্থীদের মাঝে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ৩১ অক্টোবর (সোমবার) সকালে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বিরল ছবি প্রদর্শন করা হয়। পরে বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম কর্মকর্তা রঞ্জন কুমার সিংহ শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করে বলেন ২০১৬সালে প্রথম ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের তথ্য চিত্রের প্রদর্শনীর আয়োজন করেছিল।