বিশেষ প্রতিনিধি, নানিয়ারচরঃ-
নানিয়ারচরে ঘাস বিনস্টকারী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে নানিয়ারচর ইসলামপুর গ্রামের জিন্দা আলীর মেয়ে মিনা আক্তার (২০) তিনি বুড়িঘাট গ্রামের চুন্নু মিয়ার ছেলে খলিলুর রহমানের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা জায়, নিজের পিতার বাড়িতে ইসলামপুরে ২০ অক্টোবর (বৃহস্পতিবার) সাড়ে ১১ টার দিকে বোতলে রাখা ক্ষেতে দেয়ার ঘাস বিনষ্টকারী বিষ পান করে। এবং
পারিবারিক কলহের জের ধরেই এই বিষপান করে মিনা আক্তার।
বুড়িঘাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, মিনা বিষ পান করলে তাকে তাৎক্ষণিকভাবে নানিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পরে প্রাথমিক চিকিৎসা সেরে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।