রাঙ্গামাটি প্রতিনিধি:-
নারী-পুরুষ বৈষম্য দূরীকরণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রোগ্রেসিভ, টংগ্যা, হিল ফ্লাওয়ার, উইভ বেসরকারি এনজিও সংস্থাগুলোর যৌথ উদ্যোগে রাঙ্গামাটিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“আমাদের জীবন আমাদের স্বাস্থ্য আমাদের ভবিষ্যতে সহিংসতামুক্ত ও মর্যাদাপূর্ণ জীবনের জন্য পার্বত্য চট্টগ্রামের যুব নারী ও কিশোরী মেয়েদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (০৯.০৩.২৩ইং) সকাল ১০টায় আশিকা কনভেনশন মিলনাতয়নে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সূচরিতা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, টংগ্যার নির্বাহী পরিচালক ট্রানজিত চাকমা, গ্রীন হিল’র নির্বাহী পরিচালক টুকু তালুকদার, কাপ্তাই মহিলা বিষয়ক কর্মকর্তা রিমি চাকমা প্রমূখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার আন্তরিকতার সহিত পার্বত্য অঞ্চলের নারীদের ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে সমাজ উন্নয়নে নারীরা পেশাগত দায়িত্বের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীদের উৎসাহিত করতে সরকারিভাবে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান সংশ্লিষ্টরা।