মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
খাগড়াছড়ির পানছড়িতে নিয়মিত টহলে আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ভোরের শুরুতেই রাত সাড়ে ৪ টার দিকে কলাবাগান ব্রিজের উপর এস আই অনিক ও সঙ্গীয় ফোর্সসহ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করার সময় এক ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কোমড়ে থাকা গুলি সহ একটি ৭ এম এম বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনচারুল করিম জানান, গ্রেফতারকৃত ব্যাক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দপানছড়ি উপজেলার সদর ইউনিয়নের অক্ষয় পাড়ার এল্লোবানা চাকমার ছেলে সৈকত চাকমা (২৭) বলে জানায়। সে নিজেকে উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ( মূল) এর সদস্য বলে দাবি করে। আটককালে গুলি সহ আগ্নেয়াস্ত্র নিয়ে রাঙ্গামাটি যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। তার বিরুদ্ধে ১৯৭৮ সালের অস্ত্র আইনের মামলা রজ্জু করা হয়েছে। আটককৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটক বিষয়ে উপজাতীয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের সংগঠক সম্রাট চাকমা জানান, সৈকত চাকমা সাংগঠনিক কাজে রাঙ্গামাটি যাওয়ার পথে পানছড়ি নোয়াপাড়ায় রাত্রি যাপনকালে নব্য মুখোশ দল অপহরণ করে। সেখান থেকে মারধোর করে অস্ত্রসহ পুলিশের নিকট হস্তান্তর করেছে বলে শুনেছি।