মো:ইসমাইল,পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউপি-তে ইউনিয়ন পর্যায়ে ডিআরআর পরিকল্পনা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে লিডারশিপ টু এনশিউর এড্ইকুয়েট নিউট্রিশন (LEAN) এর সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি কমানোর লক্ষ্যে দিনব্যাপী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এসময় চেঙ্গী ইউপি চেয়ারম্যান আনন্দ জয় চাকমা’র সভাপতিত্বে লিডারশিপ টু এনশিউর এড্ইকুয়েট নিউট্রিশন (LEAN) জেলা প্রজেক্ট ম্যানেজার আলো প্রিয় চাকমা, চেঙ্গী মৌজা হেডম্যান শান্তিময় চাকমা, আইডিএফ প্রজেক্টের ডিআরআর এক্সপার্ট শংকর কুমার বিশ্বাস, উপজেলা কো অর্ডিনেটর (LEAN) ডরথি চাকমা, ইউপি সদস্য- সদস্যাগন, স্থানীয় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ, রেড ক্রিসেন্ট ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
সভায় পার্বত্যাঞ্চলের বিশেষ দূর্যোগ পাহাড়ি ঢল, বন্যা, পোকা মাকড়ের আক্রমণ, নদী ভাঙন, খরা, কালবৈশাখী ঘুর্ণিঝড়, পাহাড়ধ্বস ও পানীয় জলের ব্যবস্থাপনা ও প্রতিরোধ বিষয়ে আলোচনায় উঠে আসে। একই সাথে যোগাযোগ ব্যবস্থা, কালভার্ট, বাঁধ ও আশ্রয়ন কেন্দ্র নির্মান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়।