মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
খাগড়াছড়ির পানছড়িতে পৃথক অভিযানে ইয়াবা ও বিদেশি সিগারেটসহ ৪ জনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ৩টার দিকে পানছড়ি-তবলছড়ি সড়কের পাশে সিনেমাহল মার্কেটস্থ আরপি মেডিকেল হল থেকে নয়ন চন্দ্র শীল (২৬), জয় দত্ত (২৬), অজয় দত্ত (২২) কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অন্যদিকে সন্ধা সাড়ে ৬ টার দিকে পানছড়ি-লোগাং সড়কের কানুনগো পাড়া এলাকায় জগদীশ চাকমা (২৫) নামের এক ব্যক্তিকে ৫০০ প্যাকেট বিদেশি সিগারেটসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।
পানছড়ি থানা অফিসার ইনচার্জ মো: হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে উক্ত থানায় দুটি পৃথক মামলা হয়েছে।