মো:ইসমাইল, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
“প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি” এই প্রতিপাদ্যকে ঘিরে ডিজিটাল বাংলাদেশ দিবসে খাগড়াছড়ির পানছড়িতে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারন শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১২ ডিসেম্বর ২০২২ সোমবার দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের সহযোগিতায় র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার, খাগড়াছড়ি পার্বত্য জেলার উপপরিচালক নাজমুন আরা সুলতানা উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যানদের মধ্যে উপ সহকারী সচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় মো:সাজেদুর রহমান, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, প্রিন্সিপাল সাইন্টিফিক ড.মো: আহসান হাবীব, সিনিয়র সাইন্টিফিক ড.মো: হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম মজুমদার, প্রাণীসম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।