নিজস্ব প্রতিনিধিঃ-
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে, রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে সর্বসাধারণের একটি শান্তি র্যালী রাঙ্গামাটি সরকারী কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে রাঙ্গামাটি রিজিয়নের জোন মাঠে গিয়ে শেষ হয়।
২ ডিসেম্বর (শুক্রবার) সকালে রাঙ্গামাটি কলেজ মাঠে দিবসটি উপলক্ষে কবুতর ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করেন রাঙ্গামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারলে ইমতাজ উদ্দিন (এনডিসি, পিএসসি) ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় রাঙ্গামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল তরিকুল ইসলাম, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল আশিকুর রহমান, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সহ প্রমুখ র্যালীতে অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা শেষে রাঙ্গামাটি রিজিয়নের প্রান্তিক হল মাঠে ১৭ জন দুস্থ ব্যক্তিকে ১ লাখ টাকা আর্থিক অনুদান, ঢেউটিন, এতিমখানার এতিম শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুদান, নারীদের সেলাই মেশিন ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান প্রদান করেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার
ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন।