রিপন ওঝা, মহালছড়িঃ-
মহালছড়ি জোনের আওতাধীন ভূয়াছড়ি সাবজোনে পার্বত্য শান্তি চুক্তির রজত জয়ন্তী উপলক্ষে পাহাড়ি দুর্গম এলাকার প্রায় তিন শতাধিক শীতার্তদের মাঝে ২৭ নভেম্বর ২০২২ রোজ রবিবার শীত বস্ত্র(কম্বল) বিতরণ করেন।
সেনাবাহিনীর এমন সহায়তায় অসহায় পাহাড়ি-বাঙালি অত্যন্ত খুশি এবং আবেগ আপ্লুত হয়ে এলাকাবাসীর মধ্যে উপস্থিত জনগণ বলেন খাগড়াছড়ি রিজিয়ন তথা মহালছড়ি জোনকে আমরা বরাবরই আমাদের পাশে পেয়ে আসছি। এলাকাবাসী রিজিয়ন সদর দপ্তরের এরূপ মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। রিজিয়ন সদর দপ্তর ও মহালছড়ি জোন কর্তৃক এরূপ আর্ত-মানবতার সেবামূলক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে বলে জানা যায়।
উক্ত এ মহতী অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণের পরে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএসপি, এনডিসি, পিএসসি বিজিতলা ও ভূয়াছড়ি সাবজোন পরিদর্শন করেন।