মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর রাঙ্গামাটি:-
পাহাড়ে সেনাবাহিনীর ভূমিকা আছে বলেই আমরা নিরাপদে আছি, সেনাবাহিনীর নিরাপত্তা কার্যক্রম অব্যাহত আছে বলে আমরা আনুপাতিকভাবে আগের তুলনায় অনেক ভালো আছি বলে বক্তব্য দেন রাঙামাটির সংসদ সদস্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
রাঙামাটির নানিয়ারচরে মৎস্যজীবী লীগের উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।
তিনি আরো বলেন, রাজনীতি করার সকলের অধিকার আছে তাই বলে, অস্ত্র হাতে নিয়ে চাঁদাবাজি করে মানুষ খুন করে আওয়ামী লীগের নেতা কর্মী খুন করে রাজনীতি করার অধিকার কারোর নেই। তারা আবার বলে থাকে তাদের কাছে কোন অবৈধ অস্ত্র নেই, তাহলে অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা বললে তখন কেন চিৎকার শুরু হয়ে যায়।
এসময় প্রধান বক্তা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ইলিপন চাকমা, বিশেষ অতিথি হিসেবে মোঃ-আব্দুল ওয়াহাব হাওলাদার উপস্থিত ছিল।
বৃহস্পতিবার সকালে দলটির উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা মৎস্যজীবী লীগের আংশিক কমিটির নাম ঘোষণা করে রাঙামাটি জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া।
এতে মোঃ-খোরশেদ আলমকে সভাপতি ও দিপেন্দু চাকমাকে সাধারণ সম্পাদক পদে নাম ঘোষণা করা হয়।