পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
উপজেলার ভিটেবাড়িয়া ইউনিয়ন পরিষদের ঝোলাকাঠি গ্রামে সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে পিরোজপুরের পুলিশ সুপার মো. সায়েদুর রহমান জানান।
নিহত ৪০ বছর বয়সী মামুন হাওলাদারের বাড়ি ওই গ্রামে। তিনি কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।