ডেস্ক রিপোর্টঃ-
সর্বক্ষেত্রে পার্বত্য এলাকার সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে, এই শ্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়। এর আগে জেলার চেঙ্গী স্কয়ার হতে একটি শোভাযাত্রা বের হয়ে শাপলা চত্তর প্রদক্ষিন করে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে শোভাযাত্রা শেষ করে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান। এতে খাগড়াছড়ি পিসিএনপির সভাপতি মোঃ-আব্দুল মজিদের সভাপতিত্বে কেন্দ্রেয় ও স্থানীয় নাগরিক, ছাত্র ও মহিলা পরিষদ নেতৃবৃন্দরা উপস্থিত ছিল।
প্রধান অতিথির বক্তব্যে কাজী মোঃ মজিবর রহমান বলেন, চুক্তির আগে থেকে এখানো পাহাড়ে রক্তের হলিখেলা করে যাচ্ছে সন্ত্রাসী সংগঠনগুলো। পার্বত্য এলাকার সমস্ত নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। পার্বত্য চুক্তিতে লক্ষ্য উদ্দেশ্য ছিল শান্তি প্রতিষ্ঠা করা, কিন্ত শান্তি চুক্তির পর এখন আরো অশান্তিতে রুপান্তর হয়েছে।