অর্ণব মল্লিক-কাপ্তাই প্রতিনিধি:-
অপার সৌন্দর্য্যের লীলাভূমি রাঙামাটির কাপ্তাই উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে ২০২২ বর্ষকে বিদায় জানাতে এবং ২০২৩ বর্ষকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ইতিমধ্যে কাপ্তাইয়ে দুর দুরান্ত থেকে হাজারো পর্যটকের আগমন ঘটেছে। প্রায় সবকটি পর্যটন কেন্দ্রের হোটেল, রিসোর্ট গুলো বুকিং হয়ে গেছে। এখন পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে পর্যটন কেন্দ্রগুলো এমনটা আশা করছেন পর্যটন কেন্দ্রের পরিচালকরা।
এদিকে কাপ্তাইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ওয়াগ্গাছড়া রিভার ভিউ পার্কে নতুন বর্ষকে বরণ করে নিতে এবং বর্ষ বিদায়ে ব্যাপক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। যেখানে আজ থেকে শুরু হচ্ছে নিয় ইয়ার কার্নিভাল। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর ২০২২ এবং ১লা জানুয়ারী ২০২৩ দুইদিন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকছে পর্যটনকেন্দ্রটি। অন্যদিকে পর্যটকদের আনন্দ দিতে ওপেন এয়ার কনসার্ট এবং আতশবাজির মতো জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছে এই পর্যটনকেন্দ্রটি।
এছাড়া কাপ্তাইয়ের নিস্বর্গ রিভারভ্যালি রেস্টুরেন্ট, রিসোর্ট এবং কাপ্তাই প্রশান্তি পার্ক ও পিকনিক স্পট সহ বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
কাপ্তাই নিস্বর্গ রিভার ভ্যালি রিসোর্টের ম্যানেজার মাসুদ তালুকদার জানান, আমাদের সবকটি কটেজ ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। এছাড়া নতুন বছরকে বরণ করে নিতে পর্যটকদের জন্য বিভিন্ন চমক এবং বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। কাপ্তাই প্রশান্তি পার্কের পরিচালক জানান, বর্ষ বিদায় ও বরণ উপলক্ষে প্রশান্তি পার্ক এবং রিসোর্টে বিশেষ ডিসকাউন্ট সহ পর্যটকদের জন্য নানা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রায় সবকটি রিসোর্ট ইতিমধ্যে বুকিং হয়ে গেছে এবং আমরা আশা করছি হাজারো পর্যটকের সমাগম ঘটবে এই পর্যটন কেন্দ্রে।
কাপ্তাই ফোরামের এডমিন এ আর লিমন জানান, এই অপরূপ কাপ্তাইয়ের সৌন্দর্য্য উপভোগ করতে প্রায়সময় দেশ বিদেশ হতে পর্যটকদের আগমন ঘটে থাকে। তবে নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় দেওয়ার এই সময়টিতে সবচেয়ে বেশি পর্যটকের আগমন হয়। তাই প্রতিবছরের মতো এবারেও কাপ্তাইয়ে হাজার হাজার মানুষের আগমন ঘটবে।
এদিকে কাপ্তাইয়ে বর্ষ বিদায় ও বরণে দুরদুরান্ত থেকে আগত পর্যটকদের নিরাপত্তার বিষয় মাথায় রেখে বিভিন্ন প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন। সব কটি পর্যটন কেন্দ্রে যেন সুশৃংখল ও নিরাপদে পর্যটকরা আনন্দ করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন সর্বদা সজাগ থাকবে বলে জানানো হয়।