বাঘাইছড়ি প্রতিনিধি:-
আজ ২৭/১২ /২২ ইং রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজ’র বার্ষিক পরীক্ষার ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব রুমানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব জমির হোসেন মহোদয়।
প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক লিটন দত্তের সঞ্চালনায়
এতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব ইয়াসমিন আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব গিয়াসউদ্দিন মামুন, সাবেক পৌর প্রশাসক ও বিদ্যালয পরিচালনা কমিটির সদস্য নিজাম উদ্দিন বাবু, উপজেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব জয়নাল আবেদিন, কাচালং সরকারি কলেজ প্রভাষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জনাব কামাল হোসেন মীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাবেদুল আলম, কাচালং দাখিল মাদ্রাসার সুপার জনাব মাওলানা ওমর ফারুক, উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি বাবু দিলীপ কুমার দাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব তোফায়েল আহমেদ, অভিভাবক প্রতিনিধি জনাব বদিউল আলম এবং সাবেক পৌর কাউন্সিলর জনাব আব্দুল মান্নান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র জনাব জমির হোসেন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন। সবশেষে প্রাক প্রাথমিক শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত বার্ষিক পরিক্ষার ফলাফল ঘোষণা করা হয় এবং ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার প্রদান করা হয়।