হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার বিদায়ী ওসি ইকবাল বাহার চৌধুরীকে বিদায় এবং নবাগত ওসি শফিউল আজমকে বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
২২শে ফেব্রুয়ারি বিকাল ৫ ঘঠিকার সময় বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নিজস্ব কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালহালিয়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ শামসুল আলম।
এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এবং নবাগত ওসি শফিউল আজম বাবু। এছাড়াও রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, সাংবাদিক আইয়ুব চৌধুরী, ইউপি সদস্য শিমুল দাস, বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ বি,কে বড়ুয়া, নুরুল আফছারসহ বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সকল সদস্যবৃন্দ।
বিদায়ী ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, আমি বিগত
৩০ মাস চন্দ্রঘোনা থানায় কর্মরত ছিলাম। আমার কর্মরত সময়ে বাঙ্গালহালিয়া বাজারের ব্যবসায়ীদের থেকে যেভাবে সহযোগিতা পেয়েছি তার জন্য সকলকে ধন্যবাদ। এবং নতুন ওসি শফিউল আজমকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। নবাগত ওসি শফিউল আজম বাবু সবার সহযোগিতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে শামসুল আলম দুই ভারপ্রাপ্ত কর্মকর্তার দীর্ঘায়ু কামনা করে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।