নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী:-
রাজস্থলী উপজেলার নিকটবর্তী রাজভিলা রেঞ্জের অধীন গভীর পাহাড় থেকে পাচার করার সময় অবৈধ গর্জন গাছের গোলকাঠসহ চাঁদের একটি গাড়ী জব্দ করেছে বন বিভাগ।
বুধবার ৮ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুলের নেতৃত্বে বন বিভাগের একটি টিম যশোর ক ০৪৭৫ নং অবৈধ গর্জন গাছের গোলকাঠ বোঝাই একটা চাঁদের গাড়ী আটক করা হয়েছে বলে জানানো হয়।
বন বিভাগের বরাতে জানা যায় গাড়ীতে ২৯ পিস গোলকাঠ ছিল যার মোট পরিমাপ ৮৪ ঘন ফুট। এ বন কর্মকর্তা বনমামলা করার প্রস্তুতি গ্রহণ করছে বলে জানানো হয়।
রেন্জ কর্মকর্তা জানান গোল কাঠসহ আটককৃত
গাড়িটি খুরুশিয়া রেঞ্জে রাখা হয়েছে।