হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য পদের উপনির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
নির্বাচন পরিচালনা ২ অধি শাখার উপসচিব আতিয়ার রহমানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়।
উল্লেখ যে গত ২৪ই ডিসেম্বর ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল কাদের হাওলাদার মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে উক্ত ওয়ার্ডের জনগনের প্রত্যাশিত সেবামূলক কার্যক্রমে নিয়মিত সমস্যার সৃষ্টি হচ্ছে।
ফলে উক্ত ওয়ার্ডের স্বাভাবিক কার্যক্রমে গতিশীলতা আনতে পুনরায় উপনির্বাচনের জন্য ওয়ার্ডটির সদস্যপদ শুন্য ঘোষনা করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষনা করে।
ঘোষনা অনুযায়ী চলতি ফেব্রুয়ারি মাসের ১৯ তারিখ রির্টানিং অফিসারের নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ, ২০ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাছাই, ২৭ ফেব্রুয়ারী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ১৬ মার্চ ভোট গ্রহনের সময় নির্ধারন করা হয়েছে।
উক্ত শূন্য পদে প্রতিদন্দ্বিতা করতে ৩নং ওয়ার্ডের অনেককেই আগ্রহ প্রকাশ করতে দেখা যায়। তবে সর্বশেষ মনোনয়ন পত্র জমাদানের পরই আসল চিত্র দেখা যেতে পারে।
অন্যদিকে উক্ত ওয়ার্ডের সাধারণ জনগণের মধ্যে প্রার্থীদের নিয়ে বেশ কৌতুহল কাজ করছে।