হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং একাধিক বার নির্বাচিত ইউপি সদস্য আব্দুল কাদের হাওলাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থলী উপজেলার বিভিন্ন মহলের নেতৃবৃন্দ।
পারিবারিক সূত্রে জানা গেছে আব্দুল কাদের হাওলাদার ২৪ শে ডিসেম্বর শুক্রবার দিবাগত রাত ২ ঘঠিকার সময় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
তাঁর মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ইউএনও শান্তনু কুমার দাস, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, ওসি জাকির হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাঙ্গালহালিয়া বাজার চৌধুরী থোয়াইসুইখই মারমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, বাঙ্গালহালিয়া বাজার সভাপতি পুলক চৌধুরী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল আলম, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, মোঃ কামাল, শিমুল দাস, মউচিং মারমা, ছালমা আক্তার, বাপ্পী দেবসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য -সদস্যাবৃন্দ ।
মৃত আব্দুল কাদের হাওলাদার রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক সাংবাদিক কাইয়ুম হোসেন মিরাজ এর পিতা ও রাজবিলা ইউনিয়ন পরিষদের সদস্য বাদশা আলমঙ্গীর বড় ভাই।