সংবাদ দাতা।
আলীকদম(বান্দরবান)প্রতিনিধি।
বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে স্লোগানকে সামনের রেখে আলীকদম উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে আলীকদম উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় বান্দরবান জেলা বিএনপি সভাপতি মিসেস মাম্যাচিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম যুবদল সভাপতি মোহাম্মদ ইলিয়াছ মিয়া ও উপজেলা যুব দলের সদস্য সচিব মীর কাসেম ছুট্রোর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জনাব জাবেদ রেজা সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র বান্দরবান জেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জসীম উদ্দীন তুষার সাংগঠনিক সম্পাদক বান্দরবান জেলা বিএনপি,জনাব মাশুক আহমেদ আহবায়ক,আলীকদম উপজেলা বিএনপি, জুলফিকার আলীভুট্টো সিনিয়র যুগ্ন আহবায়ক আলীকদম উপজেলা বিএনপি, শিরিনা আক্তার রোকসানা যুগ্ন আহ্বায়ক আলীকদম উপজেলা বিএনপি ও মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ,জনাব জহির উদ্দিন মাসুম সভাপতি বান্দরবান জেলা যুবদল, জনাব আরিফুল ইসলাম চৌধুরী সাধারণ সম্পাদক বান্দরবান জেলা যুবদল,মোরশেদ বিন ওমর সাংগঠনিক সম্পাদক বান্দরবান জেলা যুবদল,আলীকদম যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মারুফ উদ্দীন, আলীকদম ছাত্রদলের আহ্বায়ক নুরুল সাফা ভূইয়া বাবুসহ উপজেলার বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মী সভায় প্রধান অতিথি বলেন, মানুষ পায়ে হেটে,সাঁতার কেটে বিএনপি’র সমাবেশে যায় সরকার মানুষের আন্দোলন বিভ্রান্ত করতে ভীতিমুলক নানা ধরণের বক্তব্য দিচ্ছেন। বিএনপি হুশিয়ারিকে কোন ভয় করে না। সরকার মরনের ঘন্টা নিজেরা বাজায়। তাই পদেপদে বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে, পরিবহণ ধর্মঘটের ডাক দেয়। তিনি বিএনপির সঙ্গীসাথীদের নিয়ে জেগে উঠার আহ্বান জানান।
এদিকে আলীকদম যুবদল সভাপতি সুস্থ নির্বাচন হলে সরকার বিদায় হবে বলে মন্তব্য করেন। তিনি দ্রব্যমুল্যের উর্ধ্বগতি ও রির্জাব সংকট নিয়ে সমালোচনা করেন।
সভায় জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা আওয়ামী সরকার উন্নয়নের ফাকা বুলি দিতে দিতে দেশের মেরুদন্ড ভেঙ্গে দিছে বলে মন্তব্য করেন। তাঁরা বলেন মানুষের সংসার চালাতে হিমসিম খাচ্ছে।