সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ
আলীকদম(বান্দরবান)প্রতিনিধি:-
বান্দরবানের আলীকদম উপজেলায় ৯২৫ গ্রাম গাঁজা ও ১৩৯০ পিস ইয়াবা সহ দুই উপজাতি মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী আলীকদম সেনাজোনের (৩১ বীর) সেনা সদস্যরা।
রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১:৪৫ ঘটিকার সময় বাংলাদেশ সেনাবাহিনী ৩১ বীর আলীকদম সেনা জোনের আওতাধীন উপজেলার আমতলী থেকে ওয়াইবট মুরং এর কাছ থেকে ১৩৯০ পিস ইয়াবা এবং ইয়ং ওয়াই মুরং কে পূর্ব পালং পাড়ার আলীর বাজার এলাকা হতে অদ্য ১২:১০ ঘটিকায় ৯২৫ গাঁজা সহ হাতে নাতে আটক করে সেনাবাহিনীর সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত ব্যক্তিদ্বয় দীর্ঘদিন যাবৎ আলীকদমের বিভিন্ন এলাকায় ইয়াবা ও গাঁজার ব্যবসা চালিয়ে আসছে। সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বেলা ৩:৩০ ঘটিকায় আটককৃতদের আলীকদম থানায় হস্থান্তর করা হয়।
আটককৃত ইং ওয়াই মুরং ১নং আলীকদম সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের লাংরিং পাড়ার বিরন মুরং ছেলে এবং ওয়াইবট মুরং (৪৫) সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুলুপাড়া গ্রামের ক্রাংসিং মুরং এর ছেলে বলে জানা যায়।
উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে আলীকদম উপজেলায় চলমান অবৈধ গরু চোরাচালানের সাথে ইয়াবার চালানও দেশের অভ্যন্তরে প্রবেশ করছে,সতর্ক নজরদারীর ফলে গত কয়েকদিনে বিপুল পরিমান ইয়াবা ও মাদকের চালানসহ মাদক ব্যবসায়ীদের আটক করতে সক্ষম হয়েছে আলীকদম সেনা জোন (৩১ বীর) সেনা সদস্যরা।