রোয়াংছড়ি (বান্দরবান)প্রতিনিধি:-
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২নং তারাছা ইউনিয়নে হোম সিস্টেম সোলার বিতরণ করা হয়েছে।
এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, তালুকদার পাড়ার প্রাঙ্গনে ১২৩ পরিবারের মাঝে সোলার প্যানেল প্রদান করেন।
শুক্রবার (২১ অক্টোবর) অনুষ্ঠানে তারাছা ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শৈপ্রুঅং মারমা সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান উনুমং মারমা সভাপতিত্বে সোলার বিতরন অনুষ্ঠিত হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব নুরুল আলম চৌধুরী, এসপি তারিকুল ইসলাম পিপিএম সহ, সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, জেলা পরিষদে সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, সিংঅং খুমি, মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক লুৎফর রহমান, উন্নয়ন বোর্ডের পিডি হারানুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী, উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি চহ্লামং মারমা, নেইতং বুইতিং, আনন্দ সেন তঞ্চঙ্গ্যা, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রমুখ।
এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়নের আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।