বান্দরবান প্রতিনিধিঃ-
বান্দরবান পার্বত্য জেলার কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য কে পর্যটকদের নিকট তুলে ধরার উদ্দেশ্যে লোকজ মেলা ও পিঠা উৎসবের আয়োজন করেছে বান্দরবান জেলা প্রশাসন।
শুক্রবার (৩০ ডিসেম্বর) জেলা প্রশাসন প্রাঙ্গণে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি সভাপতিত্বে আকাশে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পরে পাহাড়ের তৈরি বিভিন্ন পিঠা, চাদর ও বাঁশের তৈরী ব্র্যান্ডিংশপ সহ মোট ৭টি স্টলে পরিদর্শন করেন প্রধান অতিথি।
পার্বত্যমন্ত্রী বলেন, ৬৪টি জেলার মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা হবে পার্বত্য জেলা বান্দরবান। ১২টি জাতিগোষ্ঠীর সম্প্রতি মিলে গড়ে উঠেছে পার্বত্য জেলা বান্দরবান। এই জেলায় রয়েছে একে অপর প্রতি সম্প্রতি বন্ধন। তাছাড়া পর্যটন দিক দিয়ে নীলাচল, তমা-তঙ্গী, কেউক্রাডং, নাফাকুম ইত্যাদি দিকে খ্যাতিমান এই জেলা। তাই বান্দরবান ও পাহাড়ের ঐতিহ্য সংস্কৃতিকে পর্যটকদের নিকট তুলে ধরা আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য সচিব ডঃ এমদাদ উল্লাহ মিয়ান, পুলিশ সুপার তারিকুল ইসলাম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান খলিদ বিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, বিভাগীয় সিভিল সার্জনের উপ- পরিচালক অংশৈপ্রু চৌধুরী সহ সরকারী কর্মকর্তাসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ১২টি জাতি গোষ্ঠীর নৃত্য ও সংঙ্গীত পরিবেশন করা হয়।