নিজস্ব প্রতিনিধিঃ-
পার্বত্য চট্টগ্রামের সকল জাতি ধর্মের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিবেদিত এই শ্লোগানে বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১০ ডিসেম্বর সকালে দলটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যন কাজী মজিবুর রহমান জেলার মূল সড়কে একটি শোভাযাত্রা করেন। করে মুসাফির পার্ক মাঠে আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক মিজানুর রহমান আকন্দ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ-আবুল কালাম।
সম্মেলন শেষে ১ বছরের জন্য বান্দরবান পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি-মোহাম্মদ আসিফ ইকবাল।
সহ সভাপতি- সাজ্জাদ হোসাইন শাকিল
সাধারণ সম্পাদক-হাবিব আল মাহমুদ এর নাম ঘোষণা হয়।