বান্দরবান প্রতিনিধিঃ
পার্বত্য বান্দরবানে রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃনমূল অবস্থানকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবান জেলা ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন হয়েছে ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল- নাহিয়ান খান জয়।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগের সভাপতিত্বে বান্দরবান রাজার মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে বান্দরবানের পুরানো জেলা ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ১২১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করে সভাপতি পুলু মারমা ও মোঃ সাদ্দাম হোসেন মানিক’কে সাধারণ সম্পাদক পদে মনোনিত করে ঘোষণা করা হয়।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আঃলীগের সভাপতি ক্য শৈ হ্লা, বান্দরবান জেলা আঃলীগের সাধারণ সম্পাদক অজিত দাশসহ জেলার বিভিন্ন আঃলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।