সাকিব আলম মামুন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ-
বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
বুধবার (১লা ফেব্রুয়ারি) সকালে লংগদু জোনের আওতাধীন সুপারি পাতাছড়া আর্মি ক্যাম্পে লংগদু জোনের অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি) এর দিক নির্দেশনায় এবং আরএমও ক্যাপ্টেন জোবায়ের আহমেদ সজল এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
সুপারি পাতাছড়া আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আসফিকুর রহমানের প্রধান পৃষ্ঠপোষকতায় স্থানীয় পাহাড়ী বাঙালী জনগোষ্ঠীর প্রায় শতাধিক দুস্থ-অসহায় ও চিকিৎসা বঞ্চিতদের মাঝে এ সেবা প্রদান করা হয়েছে।
এসময় ব্লাড প্রেসার ও ডায়বেটিস পরীক্ষা করার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সহায়তাও দেওয়া হয়েছে।
ক্যাম্প কমান্ডার মেজর মোঃ আসফিকুর রহমান বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী এভাবেই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এ অঞ্চলের সাধারণ মানুষের মাঝে প্রতিনিয়ত আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও নিরলস ভাবে এধরনের সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।