অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সোমবার (১৯ ডিসেম্বর) সকালে এক মহিলা সমাবেশের আয়োজন করে কাপ্তাই তথ্য অফিস।
উক্ত সমাবেশে কাপ্তাই তথ্য অফিসের সহকারি তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, ৩নং ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচংগা, ইউপি সদস্য রানীবালা তংচংগা, রিতা চাকমা প্রমুখ।
এসময় মহিলা সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়, বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো, ভিশন ২০৪১ এর লক্ষ্য ও উদ্দেশ্যের বিষয়ে এবং মাদক ও সন্ত্রাস জঙ্গীবাদ প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।