সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি(রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-
বিলাইছড়িতে ৪৪ তম জাতীয় ও বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও সমাপনী মেলা ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০)নভেম্বর উপজেলা মিলনায়তনে সমাপনী দিনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার বিভিষন চাকমা, বিলাই ছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রণব কান্তি নাথ ও সুপ্রিয়া দে।
৯ ই এবং ১০ নভেম্বর ২ দিনব্যাপী মেলায় বিদ্যালয়ে কুইজ ও অন্যান্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।