বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-
৫ জানুয়ারি সকাল ০৯.০০-১৪.০০ ঘটিকা পর্যন্ত বিএসএস ১০২৪৮৪ ক্যাপ্টেন বিপুল কুমার পাল RMO ৩২ বীর এর নেতৃত্বে এবং ৩২ বীর বিলাইছড়ি জোনের তত্ত্বাবধায়নে,মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় বিলাইছড়ি উপজেলার ২ নং কেংড়াছড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড় বাংগালকাটা বিভিন্ন এলাকার পাহাড়ি এবং বাঙালি লোকজনদের বিভিন্ন সমস্যা সমাধান করার লক্ষ্যে ফ্রি চিকিৎসা এবং ওষুধ বিতরণ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
এইসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বিএ-৬৮৪৫ লে:কর্নেল মোঃ আহসান হাবীব রাজিব পিপিএম, পিএসসি অধিনায়ক ৩২ বীর।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৮৮৭৫ মেজর মোঃ জালিস মাহামুদ খান ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ৩২ বীর। এবং অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন রিপন মেম্বার ২ নং কেংড়াছড়ি ইউপি ৯ নং ওয়ার্ড় উক্ত এলাকার হেডমান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ (২৫০/৩০০) জন উপস্থিত ছিলেন বলে জানা যায়।