
তামিলনাড়ু সরকারের স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, রাজ্য সরকার বিষয়টি নিয়ে নয়নতারা ও ভিগনেশের কাছে ব্যাখ্যা চাইবে। তারা কি আসলেই সারোগেসি পদ্ধতিতে সন্তান নিয়েছেন কি না। তিনি আরও জানান, মেডিকেল সার্ভিসেস অধিদপ্তর বিষয়টি নিয়ে তদন্ত পরিচালনা করবে।

চলতি বছরের শুরুতেই ভারতে সারোগেসি পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে। গত জানুয়ারি মাসে এ বিষয়ে দেশটির পার্লামেন্টে বিল পাস হয়েছে। বিলে বলা হয়েছে, যেসব দম্পতি শারীরিকভাবে সন্তান ধারণে অক্ষম, তাঁরাই কেবল এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন। এ ছাড়া ৩৫ থেকে ৪৫ বছরের যেসব নারী বিধবা ও বিচ্ছেদ হয়েছে, তাঁরা এই পদ্ধতিতে মা হতে পারবেন।

এর আগে অনেক তারকা দম্পতি সারোগেসি পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতি, শাহরুখ খান, শিল্প শেঠি, করণ জোহরসহ অনেকেই।