হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উপনির্বাচন ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। ৩নং ওয়ার্ডের এই উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করে।
টিউবওয়েল প্রতীককে ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কাইয়ুম হোসেন মিরাজ নির্বাচিত।
১৬ই মার্চ সকাল ৮.৩০ টা থেকে বিকেল পর্যন্ত বিরতীহীন ভাবে একমাত্র কেন্দ্র শফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকাল ৪.৩০ টায় ভোট কার্যক্রম শেষে গণনার পর বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন এই উপনির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে কাইয়ুম হোসেন মিরাজ, আবুল কাসেম, আবদুল জব্বার, সিদ্দিক মোল্লা, মাসুম তালুকদার প্রতিদ্বন্দ্বীতা করে। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১৮৮। এর মধ্যে কাস্ট হয়েছে ৮৭৫ টি ভোট।
মো: কাইয়ুম হোসেন মিরাজ ৪৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদন্ধী আবদুর রাজ্জাক পেয়েছে ১৬৮ ভোট।
এদিকে নির্বাচনের সময় রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ নির্বাচন পরিদর্শন করেন এবং কেন্দ্রের বিষয়ে সার্বিক খোঁজ খবর নেন। নির্বাচনে আইনশৃখলা রক্ষার্থে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
প্রিসাইডিং অফিসার জানান, ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য পদে উপ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।