নানিয়ারচর প্রতিনিধি:-
“ভোটার হবো নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এ স্লোগানে রাঙামাটির নানিয়ারচরে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২মার্চ (বৃহস্পতিবার) সকালে উপজেলা পরিষদের মাঠে একটা শোভাযাত্রা হয়ে উপজেলা হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা ভূপতি রঞ্জন চাকমা, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিল।