হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বড় সবচেয়ে বড় বাজার বাঙ্গালহালিয়া বাজারের চৌধুরী মার্কেটের রাইস মিলের পার্শ্ববর্তী একাধিক স্থানে বিভিন্ন ভবনের মলমূত্র, আর্বজনা ইত্যাদির দুর্গন্ধে স্থানীয় দোকানদার ক্রেতা- বিক্রেতা ও পথচারীরা অতিষ্ট হয়ে উঠেছে।
বাঙ্গালহালিয়া বাজারের বাজার চৌধুরী এবং সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুই খই মার্মা জানান, অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত ময়লা-আর্বজনা ও বর্জ্য নিক্ষেপের ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখাযায়, বাজার চৌধুরীর নির্মিত দোকান ঘরে জমে রয়েছে নানা ধরণের আর্বজনা এমনি কি মানুষের ব্যবহারে মলমূত্র। দীর্ঘদিন পরিস্কার বা অপসারণ না করার ফলে এ সব বর্জ্য ও ময়লা থেকে সৃষ্টি হচ্ছে দুর্গন্ধ ও ক্ষতিকর মশা মাছি। ফ্রী বাংলা কোর্স ডাউনলোড করুন।
বাজার চৌধুরী থোযাইসুইখই মারমা বলেন, আমার নির্মিত দোকানঘরে পার্শ্ববর্তী আবু ছৈয়দ, কালাম এর বাসাবাড়ী হতে সবসময় ময়লা ও টয়লেটের নোংরা পানি ফেলা হয়। এর সমাধান চেয়ে তিনি স্থানীয় বাজার কমিটির সভাপতি পুলক চৌধুরীর নিকট অভিযোগ দেওয়ার পর বাজার কমিটি কোন পদক্ষেপ না নেওয়ায় তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
পার্শ্ববর্তী স্থানীয় কয়েকজন ব্যবসায়ী বলেন, ময়লা আর্বজনার কারণে অতিরিক্ত দুর্গন্ধে আশে পাশে বসাও দুস্কর হয়ে পড়েছে।
এমন পরিস্থিতে দোকানের শ্রমিক, পথচারী ও স্কুল শিক্ষার্থীদের বাজারে আসাসহ ক্রেতা বিক্রেতাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়। বাজারের এই অবস্থার সমাধানের জন্য ময়লা- আর্বজনা ও নোংরা পানি সঠিকভাবে নিষ্কাশন করা জরুরী হয়ে পড়েছে।