হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাজস্থলী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শহীদ মিনারে শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।
আজ ১৬ ডিসেম্বর রোজ শুক্রবার সকালে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, কাইয়ুম হোসেন মিরাজ, আয়ুব চৌধুরী, নুসরাত জাহান নিশু, মোঃ হাবীবুল্লাহ মিসবাহ, মিন্টু কান্তি নাথ, মোঃ সুমন, দিলিপ দাস এবং উসাপ্রু মারা।