রিপন ওঝা, মহালছড়ি:-
খাগড়াছড়ির মহালছড়িতে আর্জেন্টিনার জয়লাভে মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে ভক্ত সমর্থকদের নিয়ে আনন্দ মিছিল সম্পন্ন করেছে।
আজ রোববার বাংলাদেশ সময় রাত ৯টায় ফুটবলের ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স।১৯৮৬ সালের দিয়াগো ম্যারাডোনা বিশ্বকাপ হাতে নেয়ার পরে আজ ১৮ ডিসেম্বর ২০২২ সালে এসে আর্জেন্টিনার মেসির হাতে কাঙ্কিত ট্রপি ওঠেছে।
বিশ্বকাপ জ্বরে যেখানে সারা বিশ্ব কাঁপছে সেই কম্পনের বড় আঁচ পড়েছে বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে। ইতিমধ্যে খেলা নিয়ে উত্তেজনা, উন্মাদনা শুরু হয়েছে সমর্থকদের মধ্যে।
তবে এই জয়োল্লাস বড় অংশ আর্জেন্টিনাকে ঘিরে। সারা বাংলাদেশ জুড়ে শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর্জেন্টিনা সমর্থকরা এই ফাইনাল ম্যাচকে সামনে রেখে নানা রকম প্রস্তুতি নিয়ে এই আনন্দ মিছিল সম্পন্ন করেছে।
ফুটবল সমর্থকগণ ঢোল-বাদ্য পিটিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে। এই খেলায় নির্দিষ্ট সময়ে আর্জেন্টিনা ফ্রান্স ২-২ গোলে সমতায় ছিল, অতিরিক্ত ৩০মিনিট সময়েও ৩-৩ গোলে সমতায়,সর্বশেষ পেনাল্টিতে ৪-২ গোলে আর্জেন্টিনা কাঙ্কিত জয়লাভ করে।
কাতার ২০২২ ফিফার ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি, সেরা গোলদাতা খেলোয়াড় ফ্রান্সের এমবাপ্পে, সেরা গোলকিপার বাজপাখি খ্যাত মার্টিনেজ, উদীয়মান খেলোয়াড় আর্জেন্টিনার ফার্নান্দেজ।
কাতার ২০২২ফুটবল বিশ্বকাপ ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ট্রপিসহ নগদ অর্থ ৩৪৪কোটি টাকা, রানার্সআপ ফ্রান্স পাবে ২৪৫ কোটি টাকা,৩য় স্থান অধিকারী ক্রোয়েশিয়া পাবে ২২০কোটি, ৪র্থ স্থান অধিকারী মরক্কো পাবে ২০৪ কোটি টাকা,কোয়ার্টার ফাইনালে আসা প্রত্যেক দল পাবে ১৩৮ কোটি টাকা,প্রি-কোয়ার্টার ফাইনাল আসা প্রত্যেক দল পাবে ১০৬ কোটি টাকা, গ্রপ পর্বে অংশগ্রহণ কারী প্রত্যেক দল পাবে ৭৪কোটি টাকা।
এই মিছিলটি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যার যার মতো ভক্ত-সমর্থকগণ বাড়ি ফিরে যান।
কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ১ম ম্যাচে সৌদি আরবের হারার পরে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত খেলে ফ্রান্সের বিপক্ষে সেরা খেলাটা খেলে জয়লাভ অর্জন করেছে।