রিপন ওঝা, মহালছড়ি:-
বাংলাদেশ ছাত্রলীগ, খাগড়াছড়ি জেলাধীন মহালছড়ি উপজেলা শাখা ও মহালছড়ি সরকারি কলেজ শাখার বার্ষিক সম্মেলন- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে জিয়াউর রহমানের সভাপতিত্বে ও রনজিৎ দাশের সঞ্চালনায় উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ খাগড়াছড়ি জেলা শাখার আহবায়ক উবিক মোহন ত্রিপুরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভা মেয়র নির্মলেন্দু চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী(অপু)।
এসময়ে অতিথি হিসেবে আরো ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল, সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন, ছাত্রনেতা সাবেক সভাপতি মোঃ ইকবাল বাহার, ছাত্রনেতা সাবেক সাধারণ সম্পাদক মংসাপ্রু মারমা, ছাত্রনেতা সাবেক সফল সভাপতি টিকো চাকমা, পাঠাগার ও ছাত্রবিষয়ক সাবেক মোঃ রোকন মিয়া ও সাবেক আইন সম্পাদক রিপন ওঝা, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ মনির হোসেন সহ প্রতিটি ইউনিয়ন থেকে আগত ছাত্রনেতাকর্মীগণ।
উক্ত সম্মেলনে মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে রনজিৎ দাশ ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান(রাজীব) এবং মহালছড়ি সরকারি কলেজ শাখার সভাপতি হিসেবে সুমন মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে অনন শীল মনোনীত হন। জেলা ছাত্রলীগের আহ্বায়ক অভিক মোহন ত্রিপুরা উভয় ইউনিটের কমিটিতে সুপারিশপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।