রিপন ওঝা, মহালছড়িঃ-
খাগড়াছড়ি জেলার মহালছড়িতেও সদর উপজেলা কেন্দ্রে আজ ৬নভেম্বর/২২ রোজ রোববার সারাদেশের ন্যায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
মহালছড়ি সরকারি কলেজ কেন্দ্রের অধীনে বিজ্ঞান- ব্যবসায়- মানবিক শাখায়-৩৯১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় ১ম বর্ষ হতে ২০৪ জন, ২য় বর্ষ হতে ১৭৪ জন পরীক্ষায় অংশ নিচ্ছে পরীক্ষার্থীরা।
১৩ ডিসেম্বর এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর হতে ২২ ডিসেম্বর শেষ হবে।
বেলা ১১টা থেকে পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত।
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি পরীক্ষা(সময় ২০ মিনিট) ও পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা(সময়-১ঘণ্টা ৪০ মিনিট) অনুষ্ঠিত হবে । মাঝখানে কোনো প্রকার বিরতি থাকবে না।
৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন এবার মোট পরীক্ষার্থী ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন।
করোনা পরিস্থিতি কাটিয়ে সারা দেশে একযোগে অনেকটা স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছে এই পরীক্ষা।